শুক্রবার-১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ-১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

ঘিওরে হেরোইনসহ এক মাদক কারবারি আটক

আল মামুন ঘিওর মানিকগঞ্জ:

মানিকগঞ্জের ঘিওর এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের হেরোইনসহ নুুুপুর রবি দাস ( ১৯ ) পিতা পলাশ রবি দাস নামে এক মাদক কারবারিকে আটক করেছে ঘিওর থানা পুলিশ।

সোমবার ( ৯ এপ্রিল ) ঘিওর কুস্তাবন্দর গরুহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান জানান, আটককৃত নুপুর রবি দাস একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঘিওরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা। এবং তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ ( ১ ) সারণির ৮ ( ক ) ধারায় কোর্টে প্রেরণ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype