
আল মামুন ঘিওর মানিকগঞ্জ:
মানিকগঞ্জের ঘিওর এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের হেরোইনসহ নুুুপুর রবি দাস ( ১৯ ) পিতা পলাশ রবি দাস নামে এক মাদক কারবারিকে আটক করেছে ঘিওর থানা পুলিশ।
সোমবার ( ৯ এপ্রিল ) ঘিওর কুস্তাবন্দর গরুহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান জানান, আটককৃত নুপুর রবি দাস একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঘিওরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা। এবং তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ ( ১ ) সারণির ৮ ( ক ) ধারায় কোর্টে প্রেরণ করা হয়েছে।