
রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের শতবর্ষী বিদ্যাপীঠ আলহাজ আব্দুর রব্বান কোম্পানীর প্রতিষ্ঠিত ১১৭ নম্বর মোকামী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব উদযাপন কমিটি গঠন এবং ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে এক সভায় সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠন এবং ঘোষণা করা হয়।
আগামী ১০ মার্চের মধ্যে গঠিত এ পরিষদ বিদ্যালয়টির শতবর্ষপূর্তি উৎসব এবং প্রাক্তনশিক্ষার্থীদের মিলনমেলার একটি অনুষ্ঠান আয়োজন করবে।
কমিটিতে বিদ্যালয়টির প্রাক্তন কৃতী শিক্ষার্থী ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী শাহীদ রিজভীকে প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা পরিবারের দাতা সদস্য এস এম জাহাঙ্গীর আলমকে প্রধান সমন্বয়ক করা হয়।
গঠিত উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীরা হলেন, আলহাজ্ব কাজী শামসুল আলম, এস এম ইউসুফ মিয়া, মাওলানা কাজী রুহুল আমিন নেজামী, কাতার প্রবাসী লেখক-কলামিস্ট নূর মুহাম্মদ,
মোহাম্মদ নুরুল আজম মজুমদার,
আলহাজ সালামত উল্লাহ বাবুল, মাওলানা জয়নাল আবেদীন, এস এম আব্দুল খালেক মাস্টার, এস এম মাহাবুল আলম কোম্পানী, এস এম ফোরকান, জাহাঙ্গীর আলম মজুমদার, এম লোকমান হাকিম, কাজী জহুরুল আলম, এস এম রফিক আহমদ, এস এম আমির উদ্দিন, কাজী নুরুল আজিম, কাজী আমির উদ্দিন, এস এম গিয়াস উদ্দিন, এস এম কফিল উদ্দিন, ব্যাংক কর্মকর্তা এস এম সালাহ উদ্দিন, ডা. নজরুল ইসলাম, এস এম রেজাউল করিম, এস এম মফিজুল আলম, এস এম নুর উদ্দিন, মুহাম্মদ আলম।
প্রবাসী সমন্বয় কমিটির প্রধান সৈয়দ মুহাম্মদ রহিম উদ্দিন।
শতবর্ষপূর্তি উৎসব উদযাপন পরিষদের আহবায়ক করা হয়েছে এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিনকে আর সদস্য সচিব করা হয় প্রকৌশলী সাহেদ মজুমদারকে।
এছাড়া এস এম ইদ্রিস মিয়া, নুরুল আবসার ও এস এম সোলেমান বাদশাকে যুগ্ম আহবায়ক এস এম নাজিম উদ্দিন, কাজী মুহাম্মদ বাহাউদ্দিন ও এস এম ওমর ফারুককে যুগ্ম সচিব, কবি ও ছড়াকার এস এম সাইফুদ্দিন সাকিব প্রকাশনা (ম্যাগাজিন) আহবায়ক, এস এম কায়সার হামিদকে অর্থ সচিব, কাজী ওয়াহিদুল আলম মিনহাজ, কাজী সাজ্জাদ উদ্দিন, মোহাম্মদ রাশেদুল আলমকে যুগ্ম অর্থ সচিব করা হয়।
উদযাপন পরিষদের সদস্যরা হলেন- আলহাজ এস এম মহিউদ্দিন জনি, এস এম বেলাল উদ্দিন, কবি ও ছড়াকার এস এম শামসুদ্দিন সুমন, এস এম সরোয়ার উদ্দিন, মুহাম্মদ মহি উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ফজল হক, মাওলানা মোজাম্মেল হোসাইন, এস এম রুবেল, মুহাম্মদ হাবিব উল্লাহ, কাজী রাশেদ হাসান লাভলু, মোহাম্মদ নুরুল আলম, এস এম নাছের, এস এম ওয়াহিদুর রহমান, এস এম নিয়াজ উদ্দিন, কাজী রবিউল হোসাইন রাকিব, এস এম বখতিয়ার উদ্দিন, অসিয়র রহমান আরমান, এস এম সাহেদুল আলম জুয়েল, মুহাম্মদ আরমান, কাজী সায়মুন আলম, এস এম রাফিউল ইসলাম ইরফান, কাজী বোরহান উদ্দিন, এসএম মহিউদ্দিন আকিল, এস এম সাকিব উদ্দিন, মুহাম্মদ কামরুল ইসলাম ফরহাদ, এসএম ইকরাম সাবিত, এস এম মিনহাজুল ইসলাম ইমন, মুহাম্মদ রবিউল ইসলাম, কাজী সাইফুল আলম।
মহিলা বিষয়ক সমন্বয় উপ কমিটিতে থাকবেন শিক্ষক সৈয়দা শাহেদা আকতার সামু, শাবনাজ আকতার, সৈয়দা ফারজানা ইয়াসমিন লিপা, সৈয়দা ফরহানা ইয়াসমিন সেতু, শিক্ষক জান্নাতুল কাউসার, সৈয়দা মায়মুনা আকতার সাদিয়া, কাজী নাদিয়া আকতার তাসমিন, কাজী ইরফাত খানম, সৈয়দা তাইয়্যিবা মুলতাজিম মুনতাহা, ফারজানা কাউসার, জিন্নাতুন নাঈম, আয়েশা সিদ্দিকা, নিশাত আকতার, বিলকিস আকতার, সৈয়দা সানজিদা আকতার প্রমুখ।
শিগগির প্রাক্তন শিক্ষার্থীদের মূল অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য নিবন্ধন (রেজিস্ট্রেশন) প্রক্রিয়া শুরু করা হবে। প্রতিজন শিক্ষার্থী ২০০ টাকায় ফরম কিনে পূরণ করে জমা দিবেন। এই বিদ্যালয়ের প্রাক্তন নারী শিক্ষার্থীরাও যে যেখানে আছেন সেখান থেকে ফরম সংগ্রহ এবং নিবন্ধন করে অনুষ্ঠানের যোগদান করতে পারবেন সপরিবারে। যাঁরা রেজিস্ট্রেশন করবেন তাঁদের প্রত্যেকের জন্য আপ্যায়ন, টি-শার্ট এবং বিশেষ উপহার থাকবে।