ঢাকা প্রতিনিধি : সুপরিচিত মানবিক ধর্মীয় ও সেচ্ছাসেবী সংগঠন “ত্রিশরণ বৌদ্ধ পরিষদ” এর উদ্দ্যেগে কুমিল্লা নব শালবন বিহার,রুপবান মুড়া,ইটাখোলা মুড়া সহ পুরনো ঐতিহ্য ও ধর্মীয় নিদর্শন তীর্থ ভ্রমণ এবং অনাথ আশ্রমে শিশুদের মাঝে একবেলা খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম সুন্দর ও সফলভাবে সুসম্পন্ন হয়েছে ।
এতে সভাপতির আসন অলংকৃত করেছেন অনাথ আশ্রমের পরিচালক ও কুমিল্লা নব শালবন বিহার এর পরম পূজনীয় অধ্যক্ষ ভদন্ত শীলভদ্র ভান্তে…
এই আয়োজনের পিছনে ত্রিশরণ বৌদ্ধ পরিষদের নবগঠিত কমিটির সদস্যদের অবদান অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে খুবই সুন্দর একটা তীর্থ ভ্রমণ অনুষ্ঠিত হয়। কুমিল্লা – ময়নামতি জাদুঘর- নবশালবন বৌদ্ধ বিহার বিভিন্ন ধর্মীয় স্থান ঘুরে ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন শীল গ্ৰহণ , গুণীজন সম্মাননা প্রদান ও অনাথ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। অনাথ শিশুদের জন্য আহারের ব্যবস্থা করা হয়। উক্ত পূর্ণময় অনুষ্ঠানে সহযোগিতা আন্তরিকতা
যাদের আর্থিক অবদান ও উপস্থিত অনুষ্ঠান আরো সুন্দর করে তোলে বাবু শরণ বিকাশ বড়ুয়া,দোলন কান্তি বড়ুয়া,শ্যামল বড়ুয়া, কাজল বড়ুয়া,শীলব্রত বড়ুয়া, কিরনময় বড়ুয়া,অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়া,ছোটন বড়ুয়া, রন্জন বড়ুয়া।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। উপদেষ্টা বাবু বাপ্পা বড়ুয়া, কৌশিক বড়ুয়া ও সাংবাদিক জুয়েল বড়ুয়া।
উল্লেখ্য ১৮ মে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় “ত্রিশরণ বৌদ্ধ পরিষদ” সংগঠন।
প্রতিষ্ঠাতা ও সাবেক দুই বারের সাধারণ সম্পাদক ছিলেন সাংবাদিক জুয়েল বড়ুয়া । দুই মেয়াদে সভাপতি ছিলেন বাপ্পা বড়ুয়া। ত্রিশরণ বৌদ্ধ পরিষদের প্রতিষ্ঠাকাল সদস্যরা হলেন হিরো বড়ুয়া, সুচান বড়ুয়া, মান্না বড়ুয়া ও অলক বড়ুয়া এবং রাখন বড়ুয়া।