শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাউজানে ট্রাকের চাপায় একজন নিহত

রাউজান প্রতিনিধি:চট্টগ্রামের রাউজান উপজেলায় ট্রাকের চাপায় অটোরিকশা আরোহী বিশ্বজিৎ দে (৩২) নামে এক টেইলার্সের দোকানদার নিহত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) উপজেলার পাহাড়তলী ইউনিয়নের মহামুনি স্কুলের পাশে সন্ধ্যা সাতটার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।নিহত বিশ্বজিৎ দে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মন্ডলের বাড়ীর বলরাম দে’র ছেলে।নিহতের শ্যালক ইমন দে বলেন,দাদার টেইলার্সের দোকান আছে। মহামুনিতে কাপড়ের মাপ নেওয়ার জন্য আমিসহ গিয়েছিলাম। ফিরতি পথে আমাদের অটোরিকশাটি ছাড়ার এক থেকে দেড় মিনিটের মাথায় বিপরীত পাশ থেকে একটি ট্রাক আমাদের অটোরিকশাটিকে চাপা দেয়,এরপর আর কিছু মনে নেই। অটোরিশায় ৫জন যাত্রী ছিল।নোয়াপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুর্ঘটনার স্থান রাঙ্গুনিয়া এলাকায় আহতদের স্থানীয়রা উদ্বার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান সে খানে একজনের মৃত্যু হয়েছে বলে জেনেছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype