
লোকমান আনছারী রাউজান চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান উপজেলায় উরকিরচর গ্রামের হাইকোর্টের বিচারপতি মাহমুদুল হক এর ছোট ভাই মোহাম্মদ ইদ্রিস (৬০) গত ২১ ফেব্রুয়ারী দিবাগত রাতে আন্দরকিল্লায় সংগঠিত ভয়াবহ অগ্নি দগ্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি,,, রাজেউন)। ঘটনার বিবরণে জানা যায় উক্ত ব্যক্তি প্রতিদিনের মতো দোকানর পিছনের রুমে ঘুমাচ্ছিলেন। হঠাৎ দোকানের ভিতর আগুনের ধোঁয়ায় পিছনের দরজা খোলার সুযোগ পাওয়ার আগেই পুরো শরীরে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিভে গেলে দোকানের ভিতর হতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।২২ ফেব্রুয়ারি বুধবার সকালে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পোস্ট মর্টেম করা হয়। পরে বিকেল ৩ টায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদে ও বাদে আসর উরকিরচর গাউছিয়া মাদ্রাসার পার্শ্বস্থ মসজিদ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের মৃত্যুতে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।