শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মানবিক কাজে আমাদের অংশগ্রহণ বাড়াতে হবে। কবি, সাংবাদিক আসিফ ইকবালের জন্মদিনে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা

প্রেস বিজ্ঞপ্তি :  চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণসম্পাদক,কবি,সাংবাদিক,সমাজকর্মী,সংগঠক,মানবতাবাদী ও বঙ্গবন্ধুর আদর্শের ক্ষৃদ্রতম কর্মী মোঃ আসিফ ইকবালের জন্মদিনের আলোচনা সভা,শীতবস্ত্র বিতরণ,দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান গত ২২ ফেব্রুয়ারী রাতে নগরীর তনজিমুল মোসলেমিন এতিমখানায় অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি শিক্ষাবিদ বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী,ইসলামী চিন্তাবিদ,শিক্ষানুরাগী প্রবীণ সংগঠক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ।উদ্ধোধক ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহ সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সোহেল তাজ, সাংবাদিক রতন বড়ুয়া,সঙ্গীতশিল্পী হানিফ চৌধুরী,কোতোয়ালী থানা ছাত্রলীগেরর যুগ্ন সম্পাদক রক্সি জাহান, মাওলানা আবদুর রহিম, ছাত্রনেতা শিহাব রহমান প্রমুখ।দোয়া ও মুনাজাত করেনা মাওলানা মোঃ ফোরকান। সভায় প্রধান অতিথি হাফেজ মোহাম্মদ আমানউল্লাহ তার বক্তব্যে বলেন কবি ও সাংবাদিক আসিফ ইকবাল সবসময় মানুষের কল্যাণে কাজ করতে পছন্দ করে।মানুষের জন্য কিছু করতে পারার মাঝেই তিনি আনন্দ অনুভব করে।সুশিক্ষার পাশাপাশি আসিফ ইকবাল নিজেকে মানবিক ও দেশপ্রেমিক মানুষ হওয়ার প্রত্যয়ে সমাজকল্যাণে অনন্য ভুমিকা পালন করে যাচ্ছে।একজন নিরহংকার,সাদামাটা জীবনের অধিকারী নিজ সাধ্য অনুযায়ী অনেকের সম্মিলিত প্রয়াস ও সহযোগিতায় সমাজউন্নয়নে তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।।আমরা তার সেবাময় জীবনের সার্বিক কল্যাণ কামনা করছি। সভার উদ্ধোধক লায়ন ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী বলেন আসিফ ইকবাল একজন একনিষ্ঠ সমাজকর্মী ও সংবাদকর্মী হিসেবে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। আমি প্রায় দেডযুগের অধিক সময় ওনার ছাত্রজীবন থেকে কল্যাণকামী কাজে দেখে আসছি আজও তার ধারাবাহিকতা তিনি অব্যাহত রেখেছেন। সেটিই আসিফ ইকবালের বড়গুণ।নিজেকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দেশপ্রেমিক,মানবিক ও সুন্দর মনের মানুষ হিসেবে তিনি নিজেকে গড়ে তুলতে সর্বাত্নক কাজ করে যাচ্ছে।।নিজের জন্মদিনের আয়োজনটিও মানবিক কাজের মাধ্যমে এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র দিয়ে তিনি সমাজে একটি বার্তা দিয়ে গেলেন।যাতে আমরা সকলে এভাবে নিজেদের জন্মদিনগুলো মানবিক কাজে যুক্ত করি। সভার সভার শিক্ষাবিদ বাবুল কান্তি দাশ তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে আসিফ ইকবাল সবসময় শিক্ষা,সেবা, সাহিত্য, সংস্কৃতির উন্নয়নে সর্বাত্নক কাজ করে যাচ্ছে। যার সুন্দর মন ও সুদৃঢ নেতৃত্বে চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে সমাজের আলোকিত মানুষের সহযোগিতায় দেশে ও বিদেশে প্রায় ১০ লক্ষ টাকার অধিক শিক্ষাবৃত্তি ইতিমধ্যে সুস্পন্ন করেছে।শিক্ষাবৃত্তি ছাড়াও শিক্ষাসামগ্রী,শীতবস্ত্র,

সেলাইমেশিন বিতরণ,বস্ত্র বিতরণ,চিকিৎসা ভাতাসহ নানারকম সেবামুলক কাজ প্রতিনিয়ত করে যাচ্ছে।যে ধারাবাহিকতা আজ ওনার জন্মদিনেও অব্যাহত রেখেছেন।আমরা এই নির্লোভ সমাজকর্মীর জীবন থেকে প্রত্যেকেই নিজ নিজ অবস্হান থেকে সমাজের মানুষের জন্য সহযোগিতার হাত বাড়াতে হবে।তিনি বলেন আসুন বঙ্গবন্ধুর সত্যিকার সোনার বাংলাদেশ বিনির্মাণে আসিফ ইকবালের মত একনিষ্ঠ কর্মী হিসেবে সততার সাথে দেশের উন্নয়নে কাজ করি।সভা শেষে এতিম ছাত্রদের নিয়ে কেক কাটা,ফুলেল শুভেচ্ছা বিনিময় ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype