শনিবার-৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ-২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

রাউজানে ভিক্ষু পরিবাস ও ব্যুহচক্র মেলায় ফজলে করিম চৌধুরী এমপি : সকল ধর্মবর্ণের মানুুষ ভ্রাতৃত্বে বন্ধনে আবদ্ধ

 লোকমান আনছারী রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান উপজেলায় পশ্চিম বিনাজুরী ইউনিয়নের বৌদ্ধ সম্প্রদায়ের ভিক্ষু ভদন্ত ধর্মরক্ষিত স্থবির’র মাহস্থবির বরণ উৎসব, পরিবাসব্রত ব্যুহ চক্র মেলায় প্রধান অতিথির বক্তব্যে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন রাউজান অস্প্রদায়িক চেতনায় বিশ্বাসীদের ঘাঁটি। এখানে সকল ধর্মবর্ণের মানুুষ ভ্রাতৃত্বে বন্ধনে আবদ্ধ। এই উপজেলায় জাতীয় মানের মসজিদ, মন্দির হচ্ছে। নির্মিত হচ্ছে একই মানের বৌদ্ধ মন্দির। এই মন্দির প্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।

ইতিমধ্যে এই মন্দিরের স্থান নির্বাচন করা হয়েছে। আরো যা দরকার সবকিছু করা হবে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ১১দিনব্যাপী এই আয়োজনে ১২ ফেব্রুয়ারি রবিবার দুপুরে ষষ্ঠতম দিবসে তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। প্রধান অতিথি বিশাল এলাকা জুড়ে খড় দিয়ে সাজানে ভিক্ষুপরিবাসব্রত ৬০টি (ওয়াইক) কুটির ও ব্যুচক্র মেলা পরিদর্শন করেন।পরে বৌদ্ধ গ্রাম পশ্চিম বিনাজুরী শান্তি নিকেতন বিহারের নারী পুরুষের বিশাল সমাবেশে তিনি বক্তব্য রাখেন।

বিহারের অধ্যক্ষ শাসনান্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ভদন্ত  তিলোকাবংশ মহাথেরো। স্বাগত বক্তব্য রাখেন রণজিত কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন ওসি আবদুল্লাহ আল হারুন, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান রবীন্দ্র লাল চৌধুরী, কাউন্সিলর আলমগীর আলী।

শিক্ষক রিটন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আনন্দ মোহন বড়ুয়া, সুষেন বড়ুয়া, নরেশ বড়ুয়া, প্রদ্যুত বড়ুয়া, উদয়ন বড়ুয়া মধু,শ্যামল বড়ুয়া,লাবুু বড়ুয়া, সিদ্বার্থ বড়ুয়া, প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype