মঙ্গলবার-১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের নিশানায় আমির খান

অনলাইন ডেস্ক : একেক দিন তার নিশানায় একেক তারকা। তার বাক্যবাণের হাত থেকে রক্ষা পান না প্রায় কেউই। এবার বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের নিশানায় আমির খান। সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রীর প্রশংসা করেও তার টুইট-বাণের কবলে পড়তে হলো ‘মিস্টার পারফেকশনিস্ট’কে। আমিরকে ‘বেচারা’ আখ্যা দিলেন কঙ্গনা।

সম্প্রতি লেখিকা শোভা দে’র নতুন বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউড অভিনেতা আমির খান। লেখিকা ও সংবাদমাধ্যমের সঙ্গে কথাবার্তা চলাকালীন আমিরকে প্রশ্ন করা হয়, শোভার বায়োপিক তৈরি হলে তার চরিত্রে কোন অভিনেত্রী অভিনয় করতে পারেন? তিনি দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভাটের নাম উল্লেখ করেন।
তবে শোভা অভিনেত্রী কঙ্গনার নাম উল্লেখ করলে, তাতেও সায় দেন আমির। ‘তনু ওয়েডস মনু’ অভিনেত্রীর প্রশংসা করে আমির বলেন, কঙ্গনাও ভীষণ ভালো কাজ করবেন। উনি খুবই পোক্ত একজন শিল্পী, অভিনেত্রী হিসেবে প্রতিভাবান ও বহুমুখী। লেখিকা শোভা ‘থালাইভি’ ছবিতে কঙ্গনার অভিনয়ের প্রশংসা করলে, তাতেও সায় দেন আমির।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও শেয়ার করে আমিরের উদ্দেশে কটাক্ষের বার্তা দেন কঙ্গনা। টুইটারে তিনি লেখেন, ‘বেচারা আমির খান! উনি অনেক ভান করলেন এটা না জানার যে যাদের নাম উনি বলছেন, তাদের মধ্যে কেউ আমার মতো তিন বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নন।’

কঙ্গনায় উক্তিতে আমিরের প্রতি বিদ্রূপের ইঙ্গিত স্পষ্ট। শেষে অবশ্য লেখিকা শোভাকে উল্লেখ করে কঙ্গনা লেখেন, ‘আমি খুব খুশি হব আপনার চরিত্রে অভিনয় করতে পেরে।’ এখানেই থামেননি কঙ্গনা। তিনবার নয়, চার বার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। শুধু তাই নয়, পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছেন। তার স্বীকৃতির তালিকা আরও একবার সামাজিক যোগাযোগমাধ্যমে মনে করিয়ে দিতে ভোলেননি কঙ্গনা।

এর আগে একাধিক বার ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে অভিনয় করা নিয়ে বিবাদ সৃষ্টি হয়েছিল আমির ও কঙ্গনার মধ্যে। পরে দু’টির মধ্যে একটি ছবিতেও কাজ করা হয়ে ওঠেনি কঙ্গনার। আরও একবার কি সেই তিক্ততার সুরই ধরা পড়ল কঙ্গনার গলায়?

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype