
প্রেস বিজ্ঞপ্তি : বানী অর্চনা উপলক্ষে ২৭ জানুয়ারি নগরের চান্দগাঁও ওয়ার্ড বড়বাড়ি নাথপাড়া পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত বাণী বন্দনা ২০২৩ আয়োজিত পুরস্কার বিতরণী ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো: এসসারুল হক উপস্থিত ছিলেন। তিনি বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় শিক্ষার প্রয়োজনীয় নানামুখি উদ্যোগ গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সুতরাং বিদ্যার দেবী সরস্বতী পুজোর আজকের এই দিনে প্রতিটি শিক্ষার্থীর প্রতিজ্ঞা হোক সুশিক্ষিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার।
অনুষ্ঠানের সভাপতি ও উদ্বোধক চান্দগাঁও থানা পূজা উদযাপন উপদেষ্টা বাবু সঞ্জীব নাথে’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ চান্দগাঁও থানা শাখার সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চান্দগাঁও থানা পূজা উদযাপন পরিষদ সভাপতি নিউটন কুমার মজুমদার, সাধারণ সম্পাদক টুটুল নাথ, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ চান্দগাঁও থানা সাধারণ সম্পাদক সমীরণ দাশ, চান্দগাঁও থানা পূজা উদযাপন পরিষদ সহ-সভাপতি টিটন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক যীশু চৌধুরী প্রমুখ। পরিশেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।