
প্রেস বিজ্ঞপ্তি : চান্দগাঁও থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো: খাইরুল ইসলাম এর সাথে চান্দগাঁও থানা পূজা উদযাপন পরিষদের কার্যকরি কমিটির নেতৃবৃন্দ ও আঞ্চলিক কমিটির সম্মানিত সকল নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা হয়। চান্দগাঁও থানা পূজা উদযাপন পরিষদ সভাপতি নিউটন কুমার মজুমদার ও সাধারণ সম্পাদক টুটুল নাথ নতুন ওসিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন তানাস সেকেন্ড ইনচার্জ নুরুল ইসলাম, তদন্ত কর্মকর্তা মনিবুর রহমান, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ-চান্দগাঁও থানা সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক সমীরন দাশ, চান্দগাঁও থানা পূজা উদযাপন পরিষদ সহ-সভাপতি টিটন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক যীশু চৌধুরী, সংস্কৃতিক সম্পাদক মিশু চৌধুরী, দপ্তর সম্পাদক পিন্টু চৌধুরী, প্রকাশনা সম্পাদক মিলন দাশ, প্রচার সম্পাদক রাহুল দাশ, আঞ্চলিক কমিটির সভাপতি সমীরন দাশ, বাবর নাথ সদস্য ফ্লাওয়ার ভোমিক, ছোটন বিশ্বাস, জয় মোহন সেন প্রমুখ। ওই সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম বলেন- অতীতের ধারাবাহিকতায় চান্দগাঁও থানাধীন যেকোন সনাতন ধর্মীয় সাংগঠনিক কাজ থানা এবং পুজো পরিষদের নেতৃবৃন্দ একসাথে হয়ে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন।