
রতন বড়ুয়া : রাউজান উরকিরচর ইউনিয়নের প্রাচীন বিদ্যাপিঠ আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান ১৩ জানুয়ারি আজ শুক্রবার। একই সাথে তারা এদিন উদযাপন করবেন ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টির প্লাটিনাম জয়ন্তী। প্রাক্তনদের এই মিলন মেলায় যোগদেবেন দেশ বিদেশ থেকে আসা অনেক প্রাক্তন শিক্ষার্থী। তারা এই অনুষ্ঠান সাজাচ্ছেন বর্ণাঢ্য সাজে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তুলে ধরবেন বাংলার হারোনা দিনের এতিহাস ঐতিহ্য।
আয়োজন রেখেছেন গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া খেলাধুলা,স্বাদ নেবেন নানা রকম পিঠাপুলির। সংম্বর্ধনা প্রদান করছেন গ্রামে এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের ১৩জন কৃতি শিক্ষার্থীকে। তাদের মধ্যে আছেন একুশে পদকপ্রাপ্ত দুই কৃতি ড. প্রণব কুমার বড়ুয়া ও অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়াসহ ও দেশ বিদেশে সরকারি ও আর্ন্তজাতিক পরিমণ্ডলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পদবীধারীরা। সংম্বর্ধিত অতিথিদের মধ্যে রয়েছেন ১০ ডক্টরেট ডিগ্রীধারী। কর্মসূচিতে রাখা হয়েছে চিকিৎসা সেবা।
গতকাল ১২ জানুয়ারি বিদ্যালয় হল রুমে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান আয়োজকগণ। দিন ব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আধুনিক রাউজানের রূপকার খ্যাত রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।
অনুষ্ঠান উদ্বোধন করবেন একুশে পদকে ভুষিত বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ড.প্রণব কুমার বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া।
সন্ধ্যায় রয়েছে র্যাফেল ড্র, আতশবাজি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।