
রতন বড়ুয়া : রাউজানের প্রাচীনতম বিদ্যাপিঠ আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠান হবে বণার্ঢ্য আযোজনে।
বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান থেকে সংম্বর্ধনা দেয়া হবে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র একুশে পদকপ্রাপ্ত দুই কৃতি ড. প্রণব কুমার বড়ুয়া ও অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া ও দেশ বিদেশে সরকারি ও আর্ন্তজাতিক পরিমণ্ডলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পদবীধারী ১০ ডক্টরেট ডিগ্রীধারীসহ ১৩ কৃতিকে।
বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানটি কাল ১৩ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।
উদ্বোধন করবেন একুশে পদকে ভুষিত বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রাক্তন ছাত্র ড. প্রণব কুমার বড়ুয়া।
সভাপতিত্ব করবেন উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া।
১২ জানুয়ারি বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে অনুষ্ঠানসূচির বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির সচিব অঞ্চল কুমার তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ত্রিদীপ কুমার বড়ুয়া, কমিটির কর্মকর্তা দিলীপ কুমার বড়ুয়া, মোহাম্মদ আলী জিন্নাহ, রবিন্দ্র লাল বনিক, অসীম কুমার বড়ুয়া, অনুপম কুমার বড়ুয়া, রূপতি রঞ্জন বড়ুয়া, রূপায়ন বড়ুয়া কাজল, অধ্যাপক প্রিয়োতোষ বড়ুয়া, খগেন্দ্র লাল বড়ুয়া, অজিত কুমার বড়ুয়া, লিটন দে, বিমল বড়ুয়া, প্রণব কুমার বড়ুয়া, শিমুল বড়ুয়া, সুমেধ বড়ুয়া প্রমুখ।