
নিজস্ব প্রতিবেদক : প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত মহিলা সম্পাদিকা । পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হলেও গণমাধ্যমকে ভালোবেসে মনে প্রানে পেশা ও নেশা হিসেবে বেছে নিয়েছেন । জম্মস্থান হাটহাজারী জোবরা গ্রামে হলেও শ্বশুর বাড়ী রাউজান উপজেলার বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের এক সভ্রান্ত শিক্ষক পরিবারে ।
সম্প্রতি রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত মহিলা সম্পাদিকা নির্বাচিত হয়েছেন । তিনি রাউজান প্রেসক্লাবের সকলের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন । এছাড়াও ইতিহাস৭১.টিভি ও মাসিক ইতিহাস৭১ এর প্রকাশক, সম্পাদক । নাগরিক দর্পন নামে একটি নিউজ পোর্টালেরও সম্পাদক । তিনি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার চট্টগ্রাম বিভাগের বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করছেন ।