
অনলাইন ডেস্ক : গ্যালাপের বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচক-২০২২–এ উন্নতি করেছে বাংলাদেশ। এতে বাংলাদেশের স্কোর আগের বছরের চেয়ে দুই পয়েন্ট বেড়ে ৭৯ পয়েন্টে উন্নীত হয়েছে।
গত বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করে গতকাল বুধবার এই সূচক প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপ প্রতিষ্ঠানটি। ৯৬ স্কোর নিয়ে শীর্ষে আছে সিঙ্গাপুর। ৫১ স্কোর তালিকার তলানিতে আফগানিস্তান।
সেরা দশে সিঙ্গাপুরের পর আরও আছে যথাক্রমে তাজিকিস্তান, নরওয়ে, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ফিনল্যান্ড, আইসল্যান্ড ও পর্তুগাল। শীর্ষে ১০–এ থাকা দেশগুলোর স্কোর ৯৬ থেকে ৯১ পয়েন্ট।
তালিকার নিচ থেকে ১০ দেশের তালিকায় আফগানিস্তানের পরই আছে গ্যাবন, ভেনেজুয়েলা, রিপাবলিক অব কঙ্গো, সিয়েরা লিওন, জাম্বিয়া, উগান্ডা, দক্ষিণ আফ্রিকা, ক্যামেরন, মালি ও কেনিয়া।