শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

আগামী বছরের প্রথম দিকে প্রিন্স সালমান আল সৌদ ঢাকা সফর করবেন-পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

অনলাইন ডেস্ক :  আগামী বছরের প্রথম দিকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান আল সৌদ ঢাকা সফর করবেন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ নিয়ে ঢাকা-রিয়াদের মধ্যে আলোচনা চলছে বলে জানান তিনি।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা দুহাইলানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আশা করছি, আগামী বছরের প্রথম ভাগে তিনি আসবেন। তার সফর উপলক্ষে দুইপক্ষ আলোচনা করছে।

বাংলাদেশ সৌদি বিনিয়োগে প্রস্তাব আছে জানিয়ে ড. মোমেন বলেন, আমরা সৌদির বিনিয়োগ চাই। সৌদির অনেক কোম্পানি এখানে বিনিয়োগের প্রস্তাবও দিয়েছে। সৌদি যুবরাজ ঢাকায় এলে এ বিষয়ে অগ্রসর হওয়া যাবে।

ঢাকায় সৌদি দূতাবাস থেকে বাংলাদেশিদের ভিসা জটিলতার বিষয়টি ভুল বোঝাবোঝি আখ্যা দিয়ে মোমেন বলেন, সৌদি দূতাবাস প্রতিদিন চার হাজারের মতো ভিসা দিচ্ছে। সম্প্রতি জনশক্তি এজেন্টের সংস্থা বায়রার সঙ্গে দূতাবাসের একটি সমস্যা দেখা দিয়েছে। শ্রমিকদের জন্য যে ভিসা সেটির বায়োমেট্রিক করতে সাড়ে চার ডলার খরচ করতে হবে এবং এর পুরোটাই বহন করবে চাকরিদাতা। কিন্তু আমাকে বলা হয়েছিল এটির জন্য দূতাবাসকে ৩০ ডলার দিতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype