
আল মামুন মানিকগঞ্জ:: জাতীয় শিক্ষক দিবস আজ। এ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এবারই প্রথমবারের মতো ২৭ অক্টোবর বাংলাদেশে ‘শিক্ষক দিবস’ পালন করার ঘোষণা করেছে সরকার। সারাদেশের ন্যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পালিত হয়েছে জাতীয় শিক্ষক দিবস। বৃহস্পতিবার ( ২৭ অক্টোবর ) সকালে ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমবারের মত এ দিবসটি পালিত হয়েছে।
ঘিওর উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক / শিক্ষার্থীদের অংশ গ্রহণে বর্নাঢ্য র্যালি ও আলোচনার মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় স্মৃতি চারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।