শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সুপার টুয়েলভে বাঁচা-মরার ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বাঁচা-মরার ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি অস্ট্রেলিয়া। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে বড় জয়ের বিকল্প নেই অ্যারন ফিঞ্চের সামনে। পার্থে দিনের একমাত্র ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫ টায়।

নিজেদের মাটিতে যে কোনো ফরম্যাটে ২০১১ সালের পর প্রথম নিউজিল্যান্ডের কাছে হার অজিদের। নিউজিল্যান্ডের দেওয়া ২০০ রানের জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় মাত্র ১১১ রানে। রানের হিসেবে অজিদের সমৃদ্ধ ক্রিকেট ইতিহাসকে লণ্ডভণ্ড করে দিয়েছে এ হার। সিডনির এমন শুরু নিশ্চই ভুলে যেতে চাইবেন অস্ট্রেলিয়ান সমর্থকরা।
অন্যদিকে আপসহীন লঙ্কানরা। প্রতিপক্ষ শ্রীলঙ্কা নামিবিয়ার বিপক্ষে প্রথম রাউন্ডে শুরুতে হোঁচট খেলেও পরের দুই ম্যাচেই দারুণ প্রত্যাবর্তন করেছে। সেপ্টেম্বরে এশিয়া কাপে হারে শুরু করেও শেষ পর্যন্ত শিরোপা জিতে নিয়েছিল লঙ্কানরা। সুপার টুয়েলভে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে ইনজুরিত জর্জরিত শ্রীলঙ্কা। দুসমন্ত চামিরা, প্রমদ মাদুশান, ধানুস্কা গুনাথিলাকা, দিলশান মাদুশাঙ্কা ও পাথুম নিশাঙ্কাকে ছাড়াই লড়তে হবে লঙ্কানদের।

দু’দল এর আগে খেলেছে ২৫টি টি-টোয়েন্ট ম্যাচ। এর মধ্যে অজিদের জয় আছে ১৫ ম্যাচ আর লঙ্কানরা জিতেছে ১০ বার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype