অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বাঁচা-মরার ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি অস্ট্রেলিয়া। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে বড় জয়ের বিকল্প নেই অ্যারন ফিঞ্চের সামনে। পার্থে দিনের একমাত্র ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫ টায়।
নিজেদের মাটিতে যে কোনো ফরম্যাটে ২০১১ সালের পর প্রথম নিউজিল্যান্ডের কাছে হার অজিদের। নিউজিল্যান্ডের দেওয়া ২০০ রানের জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় মাত্র ১১১ রানে। রানের হিসেবে অজিদের সমৃদ্ধ ক্রিকেট ইতিহাসকে লণ্ডভণ্ড করে দিয়েছে এ হার। সিডনির এমন শুরু নিশ্চই ভুলে যেতে চাইবেন অস্ট্রেলিয়ান সমর্থকরা।
অন্যদিকে আপসহীন লঙ্কানরা। প্রতিপক্ষ শ্রীলঙ্কা নামিবিয়ার বিপক্ষে প্রথম রাউন্ডে শুরুতে হোঁচট খেলেও পরের দুই ম্যাচেই দারুণ প্রত্যাবর্তন করেছে। সেপ্টেম্বরে এশিয়া কাপে হারে শুরু করেও শেষ পর্যন্ত শিরোপা জিতে নিয়েছিল লঙ্কানরা। সুপার টুয়েলভে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে ইনজুরিত জর্জরিত শ্রীলঙ্কা। দুসমন্ত চামিরা, প্রমদ মাদুশান, ধানুস্কা গুনাথিলাকা, দিলশান মাদুশাঙ্কা ও পাথুম নিশাঙ্কাকে ছাড়াই লড়তে হবে লঙ্কানদের।
দু’দল এর আগে খেলেছে ২৫টি টি-টোয়েন্ট ম্যাচ। এর মধ্যে অজিদের জয় আছে ১৫ ম্যাচ আর লঙ্কানরা জিতেছে ১০ বার।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.