
নিজস্ব প্রতিবেদক: জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদকে উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মান জানালেন মাসিক ইতিহাস৭১ ও ইতিহাস৭১.টিভির প্রকাশক ও সম্পাদক ইঞ্জিনিয়ার দিলু বড়ুয়া জয়িতা ।
আজ বিকালে ওনার বাসভবনে সাক্ষাত করে ইতিহাস৭১.টিভির উত্তরীয় পরিয়ে দেন । এসময় মাসিক ইতিহাস৭১ ম্যাগাজিনের দুটি সংখ্যা ওনার হাতে তুলে দেন ।
মুক্তিযোদ্ধা ফজল আহমেদ বলেন এই সম্মান আমার গৌরবের । আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম এই দেশের মানুষ সুখে শান্তিতে থাকবে । বঙ্গবন্ধুর ডাকে মরণপন সংগ্রাম করে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম দেশকে স্বাধীন করেছিলাম । আজ আমরা স্বাধীন জাতি ।
আজ আমাকে যে সম্মান জানালো ইতিহাস৭১ তার জন্য কৃতজ্ঞতা জানাই প্রকাশক ও সম্পাদক ইঞ্জিনিয়ার দিলু বড়ুয়া । এভাবে যে তারা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাচ্ছেন তা সত্যি প্রশংসার দাবীদার । আমি তাদের এই সুন্দর উদ্যোগকে স্বাগত জানাই ।