বৃহস্পতিবার-১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ-১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২২ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২২ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ রাসেল চত্ত¡রে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় অন্যান্য সরকারি দপ্তরের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দিবসটি উপলক্ষ্যে বিকেল ৪.৩০ টায় বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। র‌্যালিটি নগরীর এম এ আজিজ স্টেডিয়াম প্রাঙ্গন থেকে শুরু হয়ে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, আজকের শিশুরা শেখ রাসেলের আদর্শ ধারণ করে বড় হয়ে উঠবে। আমার প্রত্যাশা তারাই ২০৪১ সালের সমৃদ্ধ সোনার বাংলাকে প্রতিনিধিত্ব করবে।
শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষ্যে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে শিশুরা কেক কাটে। এসময় জেলা প্রশাসকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি এবং জেলা শিশু একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয়ী শিশুদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়েছে।
এছাড়াও উপজেলা পার্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ফুটবল, ব্যাডমিন্টন ও প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতা আয়োজন করেছে।
দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
এসময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, মো: আনোয়ার হোসেন, পুলিশ সুপার, এসএম শফিউল্লাহ্, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ. জ. ম নাছির উদ্দীন, মহানগর ইউনিট কমান্ড, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহম্মদ, ভারপ্রাপ্ত কমান্ডার, জেলা ইউনিট কমান্ড, বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরওয়ার কামাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকসহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype