
অনলাইন ডেস্ক : বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মবার্ষিকীতে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বিশেষ প্রার্থনা সভা ও অনাথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও , বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া । বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব একুশে পদক প্রাপ্ত ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য স্বাধীনতা পদক প্রাপ্ত ডাঃ কনক কান্তি বড়ুয়া ।
আরো উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ উত্তম কুমার বড়ুয়া, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর লায়ন চিত্ত রঞ্জন দাস ও অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পানি সম্পদ বিষয়ক সম্পাদক রাহুল বড়ুয়া।