শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বৃহত্তর চট্টগ্রামের পাঁচজন শিরোপা জেতা নারীকে সংবর্ধনা

 অনলাইন ডেস্ক : দক্ষিণ এশিয়া মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের (সাফ) শিরোপা জেতা নারী ফুটবলারদের মধ্যে রয়েছেন বৃহত্তর চট্টগ্রামের পাঁচজন।

তারা হলেন রাঙামাটির রূপনা চাকমা এবং ঋতুপর্ণা চাকমা, খাগড়াছড়ি জেলার মনিকা চাকমা এবং জমজ দুই বোন আনাই মগিনী ও আনুচিং মগিনী।

এই পাঁচ সোনার মেয়েকে নগরীর জামাল খানে সংবর্ধনা দিয়েছে স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী।

সকালে তাদের চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান আজাদী পরিবারের সদস্যরা।

বিকালে চট্টগ্রাম ক্লাব থেকে তাদের বহনকারী খোলা ছাদের জিপটি এসে পৌঁছে জামাল খানে। বিপুল সংখ্যক জনতা মুহু মুহু করতালি দিয়ে তাদের স্বাগত জানান । এসময় উপস্থিত ছিলেন আজাদীর সম্পাদক একুশে পদকপ্রাপ্ত এম এ মালেক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন , সিএমপির কমিশনার কৃঞ্চ পদ রায় , স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন সহ বিভিন্ন গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন ।

মাননীয় প্রধানমন্ত্রীর জম্মদিনের কেক কাটেন নারী ফুটবলার সহ অতিথিবৃন্দ ।

চট্টগ্রাম ক্লাব থেকে জামাল খান বিপুল উল্লসিত জনতা হাত নেড়ে তাদের স্বাগত জানান। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাত নেড়ে ও স্লোগান দিয়ে তাদের শুভেচ্ছা জানায় নগরবাসী।

জামাল খানেও এই নারী ফুটবলারদের সংবর্ধনায় যোগ দিতে জড়ো হয়েছে নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ হাজার হাজার মানুষ।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype