
অনলাইন ডেস্ক : ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। ইউক্রেনের রুশ সেনা অভিযানের কারণেই যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটাই পরিষ্কার করেই জানিয়েছে লন্ডন।
তবে ব্রিটিশদের এই আচরণ মোটেও ভালোভাবে নেয়নি মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, রাষ্ট্রীয় শোকের বিষয়কে ভূ-রাজনৈতিক ফায়দা হাসিলের কাছে ব্যবহার করা খুব অনৈতিক কাজ।
বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ আর্মিতে কাজ করায় রানি দ্বিতীয় এলিজাবেথের প্রশংসাও করা হয়েছে। সাথে অভিযোগও করা হয়, বর্তমান ব্রিটিশ এলিটরা ইউক্রেনের নাৎসিবাদীদের সাথে কাজ করছে।
৮ সেপ্টেম্বর ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান। আগামী সোমবার তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। সে অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের অনেক নেতাকে আমন্ত্রণ জানানো হলেও তালিকা থেকে বাদ পড়েছে রাশিয়া।