
আল মামুন মানিকগঞ্জ: শুক্রবার ( ১৬ সেপ্টেম্বর ) বিকালে বড়টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রথম অধিবেশনে বড়টিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামছুল হক মোল্লা রওশনের সঞ্চালনায় এবং সভাপতি সায়েদুর রহমান সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মানিকগঞ্জ – ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.এম নাঈমুর রহমান দুর্জয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহিউদ্দিন সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সালাম, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম রাজা, ঘিওর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি একরামুল ইসলাম খবির, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিয়া মিন্টু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ সানোয়ার হোসেন, এছাড়াও অনুষ্ঠানে জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দ্বিতীয় পর্বে পূর্বের কমিটির বিলুপ্তি ঘোষণা করে নতুন কমিটির সভাপতি পদে মোঃ আবু সাঈদকে সভাপতি ও মোঃ সামছুল হক মোল্লা রওশনকে সাধারণ সম্পাদক পদে ঘোষণা করেন।