রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ার ‘অন্যরকম’ জার্সি :টি-টোয়েন্টি বিশ্বকাপ

আন্তজার্তিক ইতিহাস৭১ ডেস্ক : আগামী মাসেই অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। মূল পর্বের আগে ১৬ অক্টোবর শুরু বাছাই পর্ব। আর এই টি-টোয়েন্টি বিশ্বকাপে যে জার্সি পরে অস্ট্রেলিয়া শিরোপা ধরে রাখার মিশনে নামবে, সেটি প্রতিনিধিত্ব করবে আদিবাসীদের। আন্টি ফিওনা ক্লার্ক ও কোর্টনি হেগানের নকশায় প্রথমবার কোনও বৈশ্বিক ইভেন্টে আদিবাসী কিট পরতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল।

সবুজ ও সোনালি জার্সির ওপর এই শিল্পকর্মে ফুটে উঠেছে আদিবাসী ও টোরেস স্ট্রেইট আইল্যান্ডের পতাকা। হ্যাগেন বলেন, এই নকশা আদিবাসী ও টরেস স্ট্রেইট আইল্যান্ডের জনগণের প্রতিনিধিত্ব করে। অস্ট্রেলিয়ার ফার্স্ট নেশনস পতাকার রঙয়ে ফুটিয়ে তোলা হয়েছে তাদের।
ক্লার্কের প্রপিতামহ জেমস কুজেন্স ১৮৬৬ সালে এমসিজিতে ল্যান্ডমার্ক ম্যাচে আদিবাসী একাদশের প্রতিনিধি ছিলেন। এই ডিজাইনার বলেছেন, ‘সামগ্রিক নকশাটি হল একজন ব্যক্তি হিসেবে, একটি দল হিসেবে, সম্প্রদায়ের মধ্যে এবং আপনার চারপাশে যা বিদ্যমান… নদী, জমি, আপনি যা কিছু দেখছেন সেটার সঙ্গে আপনার সংযোগ স্থাপনের প্রক্রিয়া।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype