রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রামগড়ে রাজস্ব খাতে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ

 রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি’র রামগড় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার বিভিন্ন জলাশয় ও সমিতির মধ্যে মাছের পোনা অবমুক্তকরন ও বিতরন করা হয়। মঙ্গলবার(১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে উপজেলা লেকে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, উপজেলা মৎস্য অফিসার(অ:দা:) প্রনব কুমার সরকার প্রমূখ।
উপজেলা মৎস্য অফিসার(অ:দা:) প্রনব কুমার সরকার এ প্রতিনিধিকে জানান- রাজস্ব খাতে অত্র উপজেলায় ১৫০ কেজি ও ২০টি জলাশয়ে পোনামাছ অবমুক্তকরন ও সমবায় সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে পোনা মাছ বিতরন করা হয়েছে। এতে আরো উপস্থিত ছিলেন- সরকারী -বেসরকারী কর্মকর্তা, মৎস্যবিভাগের কর্মকর্তা- কর্মচারীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype