রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মানিকগঞ্জের ঘিওরে সামাজিক-সম্প্রীতি কমিটির সমাবেশ

 আল মামুন মানিকগঞ্জ:মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছ।১০ সেপ্টেম্বর (শনিবার   ) সকাল ১১ টায় ঘিওর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে এই সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুবলীগ নেতা মোঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ৪ নং ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ( অবঃ শিক্ষক ) মোঃ আব্দুর রহমান উয়ায়েছি, বীরমুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, এস আই মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ভিপি শামীম, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক গৌরাঙ্গ ঘোষ, উপজেলা আওয়ামীলীগের বনও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হক স্বপন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ বাবুল বেপারী , ঘিওর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার, ঘিওর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন সজলসহ কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল বলেন , সাম্প্রদায়িক সম্প্রীতি হলো নানা সম্প্রদায়ের মানুষের মধ্যকার সম্প্রীতি ও ভালোবাসা।

আমাদের সমাজে বহু ধর্ম, ভাষা ও জাতির লোক বসবাস করে। সমাজে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে পরস্পর ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাব হলো সাম্প্রদায়িক সম্প্রীতি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype