রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ঘিওরে ঐতিহ্যবাহী গরু হাটকে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা

আল মামুন মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে ইছামতী নদীর ভাঙ্গনের হাত থেকে ঘিওর উপজেলার দুইশত বছরের ঐতিহ্যবাহী গরু হাটকে রক্ষার জন্য জরুরি ভিত্তিত্বে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়।

বুধবার এবং বৃহস্পতীবার থেকে পুরোদমে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোড এই ভাঙ্গন কবলিত এলাকায় ৬টি গ্রামসহ গরু হাটায় প্রায় ২২ হাজার জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে। জানা গছে, গত কয়েক দিনের ভাঙ্গনে ২ শতাধিক বাড়িঘর এবং ঘিওর গরু হাটার ৮০ ভাগ জমি বিলিন হয়ে যায়। এ ছাড়া কুস্তা, রামকান্তপুর, রসুলপুর এবং গোলাপনগরের কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তা, ২টি ব্রীজসহ বহু বাড়ি, ঘর শিক্ষা প্রতিষ্ঠান হুমকির মধ্যে রয়েছে। ভাঙ্গন কবলিত এলাকার লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছে। আতংকে রয়েছে এলাকার বহু লোকজন।

সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় সাংবাদিকদের মুঠো ফোনে জানান, ভাঙ্গন কবলিত এলাকার লোকজনের জন্য সরকারিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। ভাঙ্গনরোধকল্পে সকল ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype