রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

জয়ের জন্য শ্রীলঙ্কাকে করতে হবে ১৭৬ রান

ইতিহাস৭১ আন্তর্জাতিক ডেস্ক:

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে রহমানুল্লাহ গুরবাজের ঝড়ো ব্যাটিংয়ে ১৭৫ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। জয়ের জন্য শ্রীলঙ্কাকে করতে হবে ১৭৬ রান।

শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে আফগানিস্তান।
টস হেরে ব্যাট করতে নেমে রহমানুল্লাহ গুরবাজের ব্যাটে উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় আফগানরা। তবে দলীয় ৪৬ রানের মাথায় মধুশঙ্কা বোল্ড করে ফেরান ওপেনিংয়ে গুরবাজের সঙ্গী হজরতউল্লাহ জাজাইকে (১৬ বলে ১৩)। ভাঙে ২৯ বলে ৪৬ রানের উদ্বোধনী জুটি। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৪৯ রান তোলে আফগানরা।

এরপর ২২ বলে ফিফটি তুলে নেন গুরবাজ, যা কিনা আফগানিস্তানের পক্ষে টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম। দেশের পক্ষে দ্রুততম ফিফটির রেকর্ডটি অধিনায়ক মোহাম্মদ নাবির (২১ বলে)।

লঙ্কানদের বিপক্ষে মাঠে রীতিমত চার-ছক্কার বন্যা বইয়ে দিচ্ছিলেন গুরবাজ। অবশেষে ১৬তম ওভারে এসে তাকে ফেরান আসিথা ফার্নান্ডো। এবারও ছক্কাই হাঁকাতে গিয়ে বল অনেক ওপরে উঠে যায়, মিডউইকেটে কঠিন ক্যাচ তালুবন্দী করেন হাসারাঙ্গা।

আউট হওয়ার আগে ৪৫ বলে গড়া তার ৮৪ রানের বিধ্বংসী ইনিংসে তিনি ৪টি চারের সঙ্গে ৬টি ছক্কা হাঁকান।

শেষ দুই ওভারে প্রত্যাশিত রান পায়নি আফগানরা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৭৫ রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান।

লঙ্কান বোলারদের মধ্যে দিলশান মধুশঙ্কা দু’টি এবং আসিথা ফার্নান্দো ও মহেশ থিকশানা একটি করে উইকেট লাভ করেন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype