
আল মামুন মানিকগঞ্জ: আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার সকল ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে ঘিওর থানা চত্বরে থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) নুরজাহান লাবনী। এসময় বক্তব্য রাখেন, ঘিওর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী শচীন্দ্র নাথ মিত্র, সদস্য সচিব শ্রী সুব্রত কুমার শীল। ঘিওর থানা উপপরিদর্শক (ওসি তদন্ত ) খালিদ মনসুর এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যানসহ ৮২ টি পুজা মন্ডপের সভাপতি / সম্পাদক।