বুধবার-১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

দু’এক মাসের মধ্যে চট্টগ্রামে সার্কিট বেঞ্চ হবে-তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ গঠনের দাবি দীর্ঘ দিনের। এটার প্রয়োজনীয়তাও রয়েছে। এ বিষয়ে আইনমন্ত্রীর সাথে কথা হয়েছে। আগামী দু’এক মাসের মধ্যে চট্টগ্রামে সার্কিট বেঞ্চ হবে।
মন্ত্রী গতকাল রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম আইনজীবী সমিতির এর কার্যকরি পরিষদের অভিযেক অনুষ্ঠানে এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম আইনজীবী সমিতির ভবন বিষয়ে প্রশাসনের সাথে সৃষ্ট টানাপোড়েন আশা করি দ্রæত সমাধান হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। তিনি বলেন, নতুন আইনজীবীসহ সকল আইনজীবীদের চেম্বারের স্থান সংকুলান কোর্ট হিলে হবে না। তাই আইনজীবী সমিতিকে জায়গা দেখতে বলেছি। সরকারি জায়গা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জায়গার ব্যবস্থা করা হবে। সেখানে নতুন ডিজাইনের আধুনিক সুযোগ সুবিধা সংবলিত প্রশস্থ চেম্বার করা যাবে। তিনি বলেন, এক সময় কোর্ট হিলের নান্দনিকতা ছিলো। কিন্তু উঁচু ভবনের কারনে অতীতের নান্দনিকতা হারিয়ে গেছে। তা ফিরিয়ে আনতে হবে। এ ব্যাপারে আইনজীবী সমিতিকে কাজ করতে হবে।
আইনজীবী পরিবারের সন্তান ড. হাছান মাহমুদ বলেন, আইনজীবীগণ সমাজের স্বাভাবিক নেতা। তারা সমাজ সংস্কারক। তারা সমাজকে নতুন পথ দেখায়। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অনস্বীকার্য। অতীতে ব্রিটিশ বিরোধী আন্দোলন, বাংলাদেশের স্বাধীকার আন্দোলনসহ ইতিহাস সৃষ্টিকারী সব আন্দোলন সংগ্রামে আইনজীবীরা নেতৃত্ব দিয়েছে। এখনো দিচ্ছে। আইনজীবীরা সমাজকে নতুন পথের দিশা দেয় বলে তিনি মন্তব্য করেন ।
আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবু মোহাম্মদ হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান বক্তার বক্তৃতা করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁইয়া, মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেসা, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবিউল আলম, বার কাউন্সিল সদস্য এস এম বদরুল আনোয়ার, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মমতাজ উদ্দিন ফকির, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এএইচএম জিয়া উদ্দিন। এটর্নী জেনারেল এ এম আমিন উদ্দিন অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তৃতা করেন।
এ উপলক্ষ্যে সমিতির স্যুভেনিরের মোড়ক উম্মোচন করেন তথ্যমন্ত্রী।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype