
দেলোয়ার হোসেন মাসুদ নেত্রকোণা : নেত্রকোণা জেলার মোক্তারপাড়া মাঠে খোলা বাজারে বিক্রয় কার্যক্রম (ওএমএস)ও টিসিবি’র বিক্রয় কার্যক্রম শুভ উদ্বোধন করেন জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে ১ সেপ্টেম্বর ২০২২ থেকে নেত্রকোণা জেলায় চাল ও আটা খোলা বাজারে বিক্রয় কার্যক্রম (ওএমএস) ও টিসিবি’র আওতায় পন্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ, নেত্রকোণা পৌরসভার মেয়র আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, জেলা খাদ্য নিয়ন্ত্রক সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, ওএমএসের আওতায় সরকার ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রয় করবে। এছাড়াও টিসিবির কার্ডধারীরা অগ্রাধিকার ভিত্তিতে চাল কিনতে পারবে। ওএমএস কার্যক্রমে চাল বিক্রয় করার জন্য ক্রেতাদের দুটি আলাদা লাইন থাকবে। একটি লাইনে সাধারণ ক্রেতা এবং অন্য লাইনে টিসিবির কার্ডধারীরা দাঁড়াবেন।