
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে ইউএনও কার্য্যলয় কক্ষে মাসিক সমন্বয় আইন শৃংখলার সভা অনুষ্ঠিত হয়।
২৫ মে বুধবার সকাল ১০ টায় মাসিক সমন্বয় আইন শৃংখলার সভাতে প্রধান অতিথি ইউএনও শান্তনু কুমার দাশ, ভাইস-চেয়ারম্যান অংনুচিং মারমা মহিলা ভাইস-চেয়ারম্যান উসচিং মারমা, ৩নং বাঃহাঃ ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, ২নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিমং মারমা ১নং ঘিলাইছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা সহ উপজেলা বিভিন্ন দপ্তরে অফিসে কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন । ইউএনও শান্তনু কুমার বলেন,রাজস্থলী উপজেলা একটি ছোট্ট উপজেলা এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা বসবাস করছে,সকলে একে অপরে শান্তি শৃঙ্খলা পরিবেশ বজায় রেখে বাস করতে চাই।
পূর্বে ফিরে দেখি এ উপজেলা আগে শান্তি শৃঙ্খলা পরিবেশ ছিল। তবে বর্তমানে আইন শৃংখলার বিভিন্ন এলাকায় মাঝে মধ্যে বিভিন্ন ঘটনা ঘটছে।। তাই সকলে মিলে এ উপজেলা বাসী যাতে বিভিন্ন জাতি গোষ্ঠী সম্প্রদায় এক হয়ে শান্তি তে বাস করতে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।এলাকায় যেকোন অপ্রীতি ঘটনায় ঘটলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনী কাছে তথ্য ম্যাসেজ দ্রুত দিবেন।
পরে যাতে কোন বড় ধরনের অপ্রীতি ঘটনা যার যার এলাকায় ঘটনা না ঘটে, সে দিকে সকল খেয়াল রাখবেন।