
ফটিকছড়ি উপজেলাধীন হাইদচকিয়ায় সাহিত্যিক অশোক স্মৃতি পাঠাগারে ‘বঙ্গবন্ধু ও মুজিব কর্নার’র শুভ উদ্বোধন অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি সনজীব কুমার বড়ুয়া তিনু। এতে রুপক বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত,বাংলা সাহিত্যের উজ্বল নক্ষত্র, ছড়াসম্রাট সুকুমার বড়ুয়া। অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন পাঠাগার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক পবন বড়ুয়া পংকজ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন হাইদচকিয়া মৈত্রী সংঘের সাধারণ সম্পাদক বাবু নান্টু বড়ুয়া, শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া। সভায় বক্তব্য রাখেন প্রনয়ন বড়ুয়া, মলিন বড়ুয়া, ইঞ্জিনিয়ার অরুপ রতন বড়ুয়া, ইউপি সদস্য গৌতম সেবক বড়ুয়া, বরুণ কুমার আচার্য বলাই, উত্তম বড়ুয়া চিনু প্রমুখ।