
চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের (সিএইচআরসি)’র উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা ৮ মে সকালে নগরীর মেরন সান স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেছেন,
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনধন্য প্রাচীন চট্টগ্রামের স্মৃতিগুলো সংরক্ষণ করা হোক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৭ সালে ১৭ ও ১৮ জুন চট্টগ্রাম আগমন করে এই অঞ্চলের মানুষের ভালোবাসা ও সংবর্ধনা গ্রহণ করেছেন। কর্ণফুলী নদীসহ চট্টগ্রাম শহর ভ্রমণ করেছেন। এখানকার মনীষীদের দেওয়া নাগরিক সংবর্ধনা সভায় কবিগুরু বক্তব্য ও গান পরিবেশন করেছেন। দুর্ভাগ্যবশত কবিগুরুর স্মৃতিধন্য চট্টগ্রামের কোনো স্থানে এখনো সংরক্ষণ করার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। সভায় বক্তারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য কমলা বাবুর থিয়েটার হল (লায়ন সিনেমা)’র সামনে এবং কবিগুরুর স্মৃতিধন্য চট্টগ্রামের পুরাতন রেল স্টেশনের সামনে কবির স্মৃতিকে নবপ্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে কবিগুরুর দুটি ভাস্কর্য নির্মাণের দাবি জানান। চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি ইতিহাসবিদ সোহেল মো. ফখরুদ-দীনের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ। আলোচনায় অংশগ্রহণ করেন সিএইচআরসি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইউনুস কুতুবী, সাংবাদিক এ কে এম আবু ইউসুফ, সংগীতশিল্পী উদয়ন বড়ুয়া ঝন্টু,
প্রাবন্ধিক প্রকৌশলী সৌমেন বড়–য়া, কবি দেলোয়ার হোসেন মানিক, অধ্যাপক দিদারুল আলম, কবি শিহাব ইকবাল, হামিদ হোসেন, প্রাবন্ধিক নাজমুল হক শামীম, উজ্জ্বল বড়ুয়া, ডা. মীর হোসেন, মো. সুফি ফারুক, জয়নুল আবেদীন, ফিরোজ আহমদ, সিরাজুল ইসলাম চৌধুরী, হ্যাপী বড়ুয়া, নজরুল ইসলাম চৌধুরী, জাবেদ আহমদ, ইঞ্জিনিয়ার মাসুদ আলম চৌধুরী
প্রমুখ।