
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, শুদ্ধানন্দ মহাথেরো ছিলেন মানবতাবাদী মহান বৌদ্ধ ভিক্ষু। প্রত্যাশার চেয়ে প্রাপ্তির সীমা ছাড়িয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি ছিলেন আলোকিত ব্যক্তিত্ব। ভৌগলিক সীমারেখা ছাড়িয়ে যার অপরিসীম ত্যাগ মহিমার কর্ম প্রতিভা আজ বিশ্ব স্বীকৃত। তিনি বলেন, দেশে বর্তমানে যত অশান্তি-হানাহানি-সংঘাত তার মূলে রয়েছে সাম্প্রদায়িকতা ও কৃপামণ্ডুকতা। আর এই থেকে পরিত্রাণের পথ অহিংসা-পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি গড়ে তোলা। ২৫ জানুয়ারি মঙ্গলবার সকালে কাতালগঞ্জস্থ নব পণ্ডিত বিহারে বাংলাদেশে বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৮তম সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরোর স্মৃতিচারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরোর সভাপতিত্বে প্রধান ধর্মদেশক ছিলেন বোধিমিত্র মহাথের, উদ্বোধক- অধ্যাপক উপানন্দ মহাথেরো, বিশেষ অতিথি অধ্যাপক জ্ঞানরত্ন মহাথেরো, বিপস্সী মহাথেরো, ধর্মানন্দ মহাথেরো, করুণা থেরো, কাউন্সিলর নুর মোস্তফা টিনু, ড. প্রণব কুমার বড়ুয়া,আরো বক্তব্য রাখেন প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া, অঞ্চল কুমার তালুকদার, কমলেন্দু বিকাশ বড়ুয়া, ড. সুব্রত বরণ বড়ুয়া, ডা. বিদ্যুৎ বড়ুয়া, ডা. বসুবন্ধু বড়ুয়া, ডা. কল্যাণ বড়ুয়া, পুষ্পেন বড়ুয়া কাজল, লায়ন ডা. মৃদুল বড়ুয়া চৌধুরী, লায়ন আদর্শ কুমার বড়ুয়া, মৃগাংক প্রসাদ বড়ুয়া, অধ্যক্ষ দীপক তালুকদার, এড. জয়শান্ত বিকাশ বড়ুয়া, অধ্যাপক স্মৃতি বড়ুয়া, চম্পাকলি বড়ুয়া, স্বপন কান্তি বড়ুয়া, স্বদেশ কুসুম চৌধুরী, বিনয় ভূষণ বড়ুয়া, ডা. দিবাকর বড়ুয়া, ডা. অমরেশ চৌধুরী, কুনাল কান্তি বড়ুয়া, দুলাল কান্তি বড়ুয়া, অলক বড়ুয়া বিটু, বিপ্লব বড়ুয়া বটু লায়ন উত্তম কুমার বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন সাধন চন্দ্র বড়ুয়া। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন সিজার বড়ুয়া, লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, অবিনাশ বড়ুয়া প্রকৌশলী ঝুলেন বড়ুয়া প্রমুখ। এছাড়াও সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের’র মরদেহে সিটি কর্পোরেশন, কৃষ্টি প্রচার সংঘ- চট্টগ্রাম অঞ্চল, যুব, মহিলা, রাঙ্গুনিয়া শাখা, বোয়ালখালী শাখা, যুব চট্টগ্রাম উত্তর জেলা, বাংলাদেশ বৌদ্ধ সমিতি, বৌদ্ধ সমিতি যুব, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র, বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি-চট্টগ্রাম মহানগর, অনোমা সাংস্কৃতিক গোষ্ঠী, বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশন, বুড্ডিস্ট ডক্টর্স এসোসিয়েশন সহ শতাধিক সংগঠন ও ব্যক্তিগত ভাবে পুষ্প ও ব্যানার দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।