
আজ রামগড় উপজেলার পাতাছড়া, নাকাপা, সোনাইপুল বাজারে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৭জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় মাস্ক পড়া নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ব্যাপক প্রচারণাও চালানো হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার মঙ্গবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে জরিমানা সহ অর্থদণ্ড প্রদান করেন। এসময় সহযোগিতা করেন রামগড় থানা পুলিশ ।
এসময় ভ্রাম্যমান আদালত স্বাস্থ্যবিধি অমান্য করায় দণ্ডবিধি ২৬৯ধারায় ৭জনকে ২ হাজার ছয়শত টাকা অর্থদণ্ড প্রদান করেন। সেই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান সহ ভবিষ্যতের জন্য কয়েকজনকে সর্তক করা হয়। নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার বলেন, স্বাস্থ্যবিধি’র সচেতনতার লক্ষ্যে আমাদের সকলকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। সে লড়াইয়ের অন্যতম হাতিয়ার হিসেবে কষ্ট হলেও সকলকে মুখে মাস্ক রাখার আহবান জানান এবং ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।