সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাউজানের হোয়ারাপাড়া গ্রামবাসী শ্রদ্ধা জানালো সংঘনায়ক একুশে পদক প্রাপ্ত শুদ্ধানন্দ মহাথেরকে

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথের’র অন্যতম প্রধান শিষ্য ২৮ তম সংঘনায়ক,একুশে পদকপ্রাপ্ত, থ্যাইল্যান্ড সুপ্রিম সংঘকাউন্সিল কর্তৃক ফ্রাবিশুদ্ধিবংশ মায়ানমার সরকারের সর্বোচ্চ ধর্মীয় উপাধি অগগমহাসদ্ধম্মজ্যোতিকাধ্বজা সহ জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে বিভিন্ন উপাধি সম্মাননা প্রাপ্ত, সংঘনায়ক ধর্মাধিপতি শুদ্ধানন্দ মহাথেরর পবিত্র মরদেহে শ্রদ্ধাঞ্জলি ও স্মৃতিচারণ অনুষ্ঠান আজ হোয়ারাপাড়া গ্রামের অগ্রসার মহাবিদ্যালয়ের মাঠে অনুষ্টিত হয়েছে।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক ভদন্ত রতনশ্রী মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথির আসন গ্রহন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯তম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের । আর্শীবাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক ভদন্ত আনন্দমিত্র মহাথের । মংগল প্রদীপ জালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি শিক্ষাবীদ সুনন্দ মহাথের ।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার আইন বিষয়ক সম্পাদক সংঘানন্দ থের । প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব বোধিমিত্র মহাথের । জ্ঞানেন্দ্রীয় ভিক্ষু ও করুনা নন্দ ভিক্ষুর সঞ্চালনায় এবং অগ্রসার মেমোরিয়েল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব সুমিত্তানন্দ থেরর সার্বিক নির্দেশনায় বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সিনিয়র সহসভাপতি জ্ঞানানন্দ মহাথের , অধ্যাপক উপানন্দ মহাথের, অধ্যাপক সুমেধানন্দ মহাথের , অধ্যাপক বিপুলানন্দ মহাথের ১১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দীন আরিফ , উপাধ্যক্ষ ড. সুব্রত বরন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর সভাপতি পুস্পেন বড়ুয়া কাজল , যুব নেতা সিজার বড়ুয়া, প্রকৌশলী ঝুলেন বড়ুয়া

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype