সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

 এক অসহায় মায়ের আর্তনাদ ঘর মেরামতের জন্য সাহায্যের আবেদন

এক অসহায় মায়ের আর্তনাদ ঘর মেরামতের জন্য সাহায্যের আবেদন নিয়ে আপনাদের নিকট এসেছে সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ। #চট্টগ্রাম_সীতাকুণ্ড_১নং_সৈয়তপুর_ইউনিয়নের_২ং_ওয়ার্ড দৈনিক বগাচতর গ্রামের বাসিন্দা রেহানা আক্তার তার বর্তমানে এক মেয়ে এক ছেলে নিয়ে ভাঙ্গা ঘরটিতে বসবাস করে চলছেন দীর্ঘ বছর, কেউ যুদ্ধ করে ক্ষমতার জন্য,, কেউ যুদ্ধ করে বাড়ি-গাড়ি অট্টালিকার জন্য,, কেউ যুদ্ধ করে সুন্দর ভাবে একটু বেঁচে থাকার জন্য,, কিন্তু এই অসহায় মা যুদ্ধ করে একটু খাবারের জন্য,,অভাবের সংসার অর্থ উপার্জন করার মত কোন পুরুষ নেই,তারপরও হার না মেনে একজন নারী হয়ে এক বেলা আহারের জন্য নিজের শ্রম দিয়ে মানুষের বাড়ীতে কাজ করে দিনাতিপাত করে চলছেন, এই অভাবের সংসার যেখানে নুন আনতে পানতা পুরায়,সেখানে ঘর মেরামত করার কথা কখনো চিন্তাই করেন না বলে জানালেন তিনি, তাই যদি আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেন তাহলে আমরা “আদর্শ ছাত্র ও যুব সমাজ” দায়িত্ব নিয়ে ওনার না দেখা স্বপ্ন পূরণ করে দিতে পারবো,ইনশাআল্লাহ রাসূল (সা:) বলেন,আল্লাহ তায়ালা বান্দার সাহায্যে ততক্ষন থাকেন,যতক্ষণ সে অপর ভাইয়ের সাহায্যে থাকে,(মুসলিম হাদিস ২৩১৪) ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতা পেলে শেষ হাসিটা আমরা সবাই এই অসহায় মাকে নিয়ে হাসবো আর্থিক সহযোগিতার জন্য বিকাশ+রকেট 01621914021(পরিচালক) নগদ-01882814163 (personal) (সভাপতি) A/C No – ইসলামী ব্যাংক 20500176700148708

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype