
রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের টানা ৫ম বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবদুর রহমান চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ ডিসেম্বর) বিকেলে ইউপি চেয়ারম্যানের বাসভবনে উপজেলা যুবলীগের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আবুল হোসেন টিপু এবং ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক নুরুন নবীর নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের পক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন রাকিব উদ্দিন, ইসমাইল হোসেন সাগর, আমান উল্লাহ্, ইমরান হোসেন, আইয়ুব নবী,মোহাম্মদ সাগর,হিমাদ্রী পাল, আবু সাঈদ, সজিব হোসেন, কামরুল হোসেন, রবিন হোসেন, কাউসার, আপন, গিয়াস, জাবেদ, মাহিন, সাকিব,পারভেজ, মানিক, ইমতিয়াজ, নাকিব উদ্দিন, আমিন, শাকিল, সোহেল প্রমুখ।
অনুষ্ঠানে পুনরায় নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরীকে গলায় মালা পরানোর পর ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর ইউপি চেয়ারম্যানকে উপজেলা যুবলীগের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আবুল হোসেন টিপু এবং ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক নুরুন নবীসহ উপস্থিত সকলে ক্রেস্ট প্রদান করেন