
রাউজানের ২নং ডাবুয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৫’শ ৪০ জন দরিদ্র নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১০ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর দক্ষিণ হিংগলা কলমপতি এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাবুয়া ইউনিয়নের ৫ম বারের মতো নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী।
স্থানীয় ইউপি সদস্য ওবাইদুল হক চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম,মাওলানা অলি হোসাইন,মোহাম্মদ ফারুক চৌধুরী,মোহাম্মদ সুজন চৌধুরী, জুয়েল চৌধুরী,দানু চৌধুরী,নেজাম উদ্দিন,সেলিম উদ্দিন, টিপু চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে আসকর আলী চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে ৫ম বারের মতো নির্বাচিত ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরীকে ফুল দিয়ে সংবর্ধিত করেন।