শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনায় বক্তারা বেগম সুফিয়া কামাল ও এড. কামরুন নাহার বেগম

নিজস্ব প্রতিনিধি
জীবন ক্ষনিকের হলেও কিছু কিছু মহৎ মানুষ কর্মে ও সৃজনে জীবনের জয়যাত্রা পেরিয়ে হয়ে উঠেন জাতির আলোক শিখা এবং আদর্শের পথিকৃৎ। কালের পরিক্রমায় জাতির কাছে তাঁরা হয়ে উঠেন স্বপ্নচারী ও সাহসী সোপান।

বাঙালি জাতির কালজয়ী ইতিহাসের পথ ধরে আজ কবি বেগম সুফিয়া কামাল ও লেখক-মানবাধিকারকর্মী এড. কামরুন নাহার বেগম বাঙালি নারী জাগরণের সাহসী সোপান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে নারী জাগরণের পথিকৃৎ কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী ও দেশের বরেণ্য লেখক-মানবাধিকারকর্মী এড. কামরুন নাহার বেগমের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে নারী জাগরণের পথিকৃৎ কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী ও দেশের বরেণ্য লেখক-মানবাধিকারকর্মী এবং মাননীয় তথ্যমন্ত্রীর মাতা এড. কামরুন নাহার বেগমের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা গতকাল ২০ নভেম্বর বিকেল ৫টায় নগরীর কোর্টহিলস্থ আইনজীবি ভবনের ২২৯ নং কক্ষে সংগঠনের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. জিনব্যোধি ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা আরো বলেন, কবি সুফিয়া কামাল ও লেখক-মানবাধিকারকর্মী এড. কামরুন নাহার বেগম জীবনের নানা পথ পাড়ি দিয়ে নিজেদের অবস্থান তৈরী করেছেন, যা আজকের নারীদের জন্য অভুতপূর্ব প্রেরণার আধার। সংগ্রাম, চেতনা ও প্রেরণার এক অমলিন সম্মিলনে তাঁরা নারী জাতির আজ চেতনার অগ্নিশিখা। তাঁদের জীবন থেকে আজকের নারীদের অনেক কিছু শেখার আছে।

তাঁরা আজীবন কর্মে ও সৃজনে বাঙালি জাতির কাছে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন। সংগঠনের কেন্দ্রীয় মুখপাত্র ও জেলার যুগ্মসাধারণ সম্পদাক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা এম এ সালাম, বীরমুক্তিযোদ্ধা এস এম লেয়াকত হোসেন, বীরমুক্তিযোদ্ধা সুধির ধর, সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হাসান মুরাদ, সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. গোলাম রহমান, সহ-অর্থ সম্পাদক মাসুমা কামাল আঁখি, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শিলা চৌধুরী, নৃত্যবিষয়ক সম্পাদক মো. হোসেন

এতে আরো উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, কার্যনির্বাহী সদস্য আঁচল চক্রবর্তী, শতরূপা তালুকদার, মো. গোলাম মোস্তফা, রাজা চৌধুরী, নন্দিনী চৌধুরী, ইতিহাস৭১ নির্বাহী সম্পাদক রতন বড়ুয়া প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype