শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

আবুরখীল কেন্দ্রীয় বিহারে দানশ্রেষ্ঠ কঠিন চীবর দান -২০২১: সুসম্পন্ন

রাউজানের আবুরখীলে মহাসমারোহে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় কেন্দ্রীয় বিহার পরিচালনা পরিষদ কতৃক সারাদিনব্যাপী অনুস্ঠানের মাধ্যমে আবুরখীল কেন্দ্রীয় বিহারে কঠিন চীবর দানানুস্ঠান-২০২১ উদযাপিত হয়েছে।

বাংলাদেশ বৌদ্ধ ভিহ্মু মহাসভার উপ সংঘনায়ক ভদন্ত রতনশ্রী মহাথেরোর সভাপতিত্বে অনুস্ঠিত দানসভায় প্রধান অতিথি ছিলেন ধর্মদুত ভদন্ত সোভিতানন্দ মহাথেরো, বিশেষ অতিথি ছিলেন ১২ নং উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সৈয়দ আবদুল জব্বার সোহেল, প্রধান স্বধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো । স্বাগত ভাষণ দেন আবুরখীল কেন্দ্রীয় বিহারের অধ্যহ্ম ভদন্ত অরুনানন্দ মহাথেরো। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন মি. অসীম বড়ুয়া অপু। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকৌ. যীশু কুমার বড়ুয়া এবং শিহ্মক সম্বল বড়ুয়া। সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক বরণ বড়ুয়া বাবু।
ধর্মদেশনায় অংশগ্রহণ করেন ভদন্ত সুমংল থেরো, ধর্মপ্রিয় থেরো, সংঘশ্রী থেরো প্রমুখ।

সমগ্র অনুস্ঠান উপস্হাপন করেন বরণ বড়ুয়া বাবু ।

সবশেষে চীবর  উৎসর্গ করা হয়। এরপর সাংস্কৃতিক অনুস্ঠান অনুস্ঠিত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype