
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভিয্যের মধ্য দিয়ে উদযাপিত হলো রাউজান উপজেলার বৃহত্তর হোয়ারাপাড়া সুদর্শন মহাবিহারে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবরন দান ।
মহাবোধী চত্বরে সারাদিন ব্যাপি অনুষ্ঠান মালার মধ্যে সকাল বেলা সমবেত সুত্রপাঠ, ভিক্ষু সংঘের প্রাতরাশ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন তিন সাংঘীক ব্যাক্তিত্ব শ্রীসদ্ধর্মভানক বিশুদ্ধানন্দ মহাথের , অনাথপিতা সুগতানন্দ মহাথের ও অধ্যাপক ড. সুনীথানন্দ থের র শ্মশান বেধিতে পুস্পস্তবক প্রদান ও সংঘদান ।
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহউপসংঘনায়ক ভদন্ত জীবনানন্দ মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সিনিয়র সহসভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথের । স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী সুভাষ বড়ুয়া।
ধর্মদেশনা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব ভদন্ত অধ্যাপক সুমেধানন্দ মহাথের ,ভদন্ত দেবানন্দ মহাথের, অধ্যাপক বিপুলানন্দ মহাথের, দেবমিত্র থের , দেববংশ থের ।শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপিকা স্মৃতি বড়ুয়া, স্বপন কুমার বড়ুয়া।
পঞ্চশীল প্রার্থনা করেন উদযাপন পরিষদের সহ সভাপতি নেপাল বড়ুয়া ।
দুপুর দুই ঘটিকায় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত সুনন্দ মহাথেরর সভাপতিত্বে শুরু হয় ধর্মসভা ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহউপসংঘনায়ক ভদন্ত জীবনানন্দ মহাথের । উদ্বোধন করেন প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধা নন্দ মহাথের । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন শিক্ষক সমিরন বিকাশ বড়ুয়া ।
অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভাপর সহ উপসংঘনায়ক ভদন্ত রতনশ্রী মহাথের ও উপাধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়াকে আয়োজক কমিটির পক্ষ হতে সংবর্ধনা জ্ঞাপন করা হয় ।