
রাউজানের গহিরায় বিফ্রেশ এর কেবিনটি উদ্বোধন করেন নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন এম সরোয়ার্দী সিকদার। এ উপলক্ষ্যে বিফ্রেশ সুইটস অ্যান্ড গ্রিল হাউজ এর স্বত্বাধিকারী তৌসিফ ও সাহাদাত হাসান পবিত্র খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
জন্মদিনের অনুষ্ঠান, মেয়ে দেখানো থেকে শুরু করে ছোটখাটো নানা অনুষ্ঠানের আয়োজন করার সুবিধা থাকবে বলে জানিয়েছেন বিফ্রেশ সুইটস অ্যান্ড গ্রিল হাউজ এর স্বত্বাধিকারী তৌসিফ ও সাহাদাত হাসান। এছাড়াও নানা ধরণের খাবার পাওয়া যাবে সুলভ মুল্যে।
কেবিন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুছা আলম খাঁন চৌধুরী, সাবেক পৌর মহিলা কাউন্সিলর সাহানাজ বেগম, যু্বলীগ নেতা কাজী রাশেদুর আলম, সায়েদুল আলম, গহিরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খাঁন, আলী মেহেদী রাজু, বিফ্রেশ সুইটস অ্যান্ড গ্রিল হাউজ এর স্বত্বাধিকারী তৌসিফ ও সাহাদাত হাসানসহ আরও অনেকে।