
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের প্রত্যয় জ্ঞাপনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের ন্যায় খাগড়াছড়ির মানিকছড়িতে উদযাপিত হল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ উপলক্ষে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের উদ্যোগে জশনে জুলুসের র্যালি, আলোচনা সভা, ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় উপজেলা আহলে সুন্নাত ওয়াল জাম’আতের আয়োজনে মুহামনি বাজার থেকে বর্ণাঢ্য জশনে জুলুসের র্যালি শুরু হয়ে মানিকছড়ি বাজার প্রদক্ষিণ করে কেন্দীয় মসজিদ প্রাঙ্গণে এসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ নবীপ্রেমী মুসলমান নানা রঙ-বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে জসনে জুলুস মিছিলে যোগদান করেন। ইয়া রাসুলুল্লাহ (সা.) শ্লোগানে মুখরিত হয়ে উঠে মানিকছড়ির জনপদ। পরে আলোচনা শেষে আহলে সুন্নাত ওয়াল জামাত মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন মুনাজাত পরিচালনা করেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা আহলে সুন্নাত ওয়াল জাম’আতের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম. এ রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম বাবুল, সংগঠনটির সহ-সভাপতি মাও. আহমদুল হক, মুছা কালিমুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল জলিল, মাওলানা মোঃ মামুনুর রশিদ, মাওলানা মো জহিরুল হক, মাওলানা মোঃ আব্দুস সালাম, আব্দুল মজিদ নিজামী, মঈনুল হকসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চল হতে আসা বিভিন্ন সুন্নি সংগঠন ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক ইউনিটের নেতৃবৃন্দ।