বুধবার-১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাউজানে সব ধর্মের মানুষ অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী-পূজা মণ্ডপ পরিদর্শনে এমপি ফজলে করিম

রাউজানে শারদীয় দূর্গাৎসব পরিদর্শন করতে এসে রেলপথ মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন।
রাউজানের প্রতিটি গ্রামে গ্রামে আলো জ্বলমলে পূজা মণ্ডপ স্বাক্ষী দিচ্ছে এই উপজেলার মানুষ অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, এই উপজেলার সাড়ে ছয় লাখ মানুষ বিশ্বাস করে ধর্ম যার যার উৎসব সবার।রাউজানে সম্প্রদায়িক সম্প্রতি অটুট থাকবে।
সাধারন মানুষ যে যার ধর্ম পালন করছে। সকল ধর্মের অনুসারীরা একে অপরের সাথে কাধে কাধ মিলিয়ে সুখে শান্তিতে বসবাস করছে। সকল ধর্মে শান্তির কথা বলা হয়েছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতির এ দেশে সাম্প্রদায়িকতার স্থান নেই।
গতকাল পুজা মন্ডপ পরিদর্শন কালে প্রধান অথিতির বক্তব্যে তিনি একথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ওসি আবদুল্লাহ্ আল্ হারুন, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, এডভোকেট সমীর দাশ গুপ্ত, এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক সুমন দে।
জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দিলীপ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক টিপু কান্তি দে, সহ সভাপতি অশোক পালিত, উজ্জল কান্তি দাশ, অনুপ চক্রবর্তী, ধীলন মুহুরী, সাংবাদিক প্রদীপ শীল, তপন দে, স দিপলু দে দিপু, সদস্য প্রভাস চক্রবর্তী, চন্দ্র শেখর দে, সমীর শীল, বাসু পালিত প্রমুখ।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype