রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রামগড়ে নৌকার মাঝি সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল আলম কামাল

আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া খাগড়াছড়ি’র রামগড় পৌরসভার নির্বাচনে অপর দুই মনোনয়ন প্রত্যাশীকে পিছনে ফেলে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও পৌর আ’লীগের সভাপতি রফিকুল আলম কামাল। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণবভনে তার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামীলীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় মেয়র পদে দলীয় নৌকা প্রতীকে রফিকুল আলম কামালকে মনোনয়ন দেয়া হয়।

আ’লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গেল ২৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর ইভিএমের মাধ্যমে খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে শেষ তারিখ আগামী ৯ অক্টোবর। মনোনয়রপত্র বাছাই ১১ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype