আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া খাগড়াছড়ি'র রামগড় পৌরসভার নির্বাচনে অপর দুই মনোনয়ন প্রত্যাশীকে পিছনে ফেলে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও পৌর আ'লীগের সভাপতি রফিকুল আলম কামাল। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণবভনে তার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামীলীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় মেয়র পদে দলীয় নৌকা প্রতীকে রফিকুল আলম কামালকে মনোনয়ন দেয়া হয়।
আ'লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গেল ২৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর ইভিএমের মাধ্যমে খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে শেষ তারিখ আগামী ৯ অক্টোবর। মনোনয়রপত্র বাছাই ১১ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.