শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

থাইল্যান্ডের রাস্ট্রদূত মিসেস মাকাওয়াদি সুমিতমোর নবপন্ডিত বিহার পরিদর্শন

বাংলাদেশ ঢাকাস্থ থাইল্যান্ডের সম্মানিত রাস্ট্রদূত মিসেস মাকাওয়াদি সুমিতমোর আজ ৩০ সেপ্টেম্বর ২০২১ ইং সকাল ৯`০০টায় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রতিষ্ঠিত নবপণ্ডিত বিহার কাতালগঞ্জ চট্টগ্রামে পরিদর্শনে আসেন। থাই রাস্ট্রদূতের সফর সঙ্গী দশজনের প্রতিনিধি দলকে যথাযোগ্য মর্যাদায় ফুলের শুভেচ্ছা জানানো হয় ।
একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া সহ সংগঠনের নেতৃবৃন্দরা অতিথিকে স্বাগত জানান ।
এরপর আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।


এতে বক্তব্য রাখেন বিহারের অধ্যক্ষ অধ্যাপক উপানন্দ মহাথের , প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া । উপস্থিত ছিলেন
অনিমেষ তালুকদার, অঞ্চল কুমার তালুকদার , কমলেন্দু বিকাশ বড়ুয়া , অধ্যাপিকা স্মৃতিকনা বড়ুয়া, মৃদুল বড়ুয়া,ড. সুব্রত বড়ুয়া, পুস্পেন বড়ুয়া কাজন , প্রকৌশলী দিলু বুড়ুয়া জয়িতা, মিসেস কেমি বড়ুয়া, সহ সংগঠনের নেতা ও কর্মীরা।
থাইল্যান্ডের রাস্ট্রদূত বক্তব্যে প্রদান করার পর বৌদ্ধ ভিক্ষুদের উপহার সামগ্রী প্রদান করেন । রাস্ট্রদূতের সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র সহ সভাপতি ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া মহোদয়। অনুষ্ঠান শেষে মাননীয় রাস্ট্রদূত উপস্থিত প্রচার সংঘের কেন্দ্রিয়, চট্টগ্রাম অঞ্চল, যুব শাখা ও মহিলা শাখার নেতৃবৃন্দের সাথে সবাই ফটোসেশনে অংশগ্রহন করেন ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype